
একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে চলার শক্তি, থামিয়ে দিয়েছে জীবনের স্বাভাবিক গতি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নেজার বাড়ির বাসিন্দা মাসুদ আলম চার বছর ধরে পা অকার্যকর অবস্থায় জীবন কাটাচ্ছেন। দুর্ঘটনার পর থেকেই তিনি কর্মহীন হয়ে পড়েছেন, বন্ধ হয়ে গেছে আয়-রোজগারের সব পথ।
পাঁচ সন্তান ও স্ত্রীসহ সাতজনের সংসার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি। আগে দিনমজুরি করে পরিবার চালালেও এখন অসহায় হয়ে অন্যের দয়ার ওপর নির্ভর করতে হচ্ছে। সম্প্রতি এক চিকিৎসকের কাছে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনার কথা জানলেও অর্থাভাবে সেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন না।
ঘরের চালচুলো, সন্তানদের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় খরচ—সবকিছুতেই অনিশ্চয়তা নেমে এসেছে। অসুস্থ শরীর আর শূন্য হাতে মাসুদ আলম এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন একটাই প্রশ্ন নিয়ে—এই জীবন কি আর ঘুরে দাঁড়াবে না?
এ অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন মেজার আলম। সামান্য সহায়তাই হতে পারে তার জীবনে আশার আলো।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
মাসুদ আলম
বিকাশ: ০১৩৩৬৫৪৫৮৩৪