
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে ইতালি প্রবাসী মামুন মিজির অনুপস্থিতিতে তার স্ত্রী রোজিনা বেগম ও অষ্টম শ্রেণির ছেলে সাইদুল ইসলামকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উত্তর চরবংশী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী রোজিনা বেগম জানান, প্রতিবেশী ইসমাইল বেপারীর অনুরোধে পরিবারের চলাচলের সুবিধার্থে তাদের ঘরের পাশ দিয়ে কিছুদিন হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা দখলের উদ্দেশ্যে পথের পাশের গাছ কাটতে গেলে বাধা দেন রোজিনা। এতে ক্ষিপ্ত হয়ে সুজা মিয়া বেপারী, তার ছেলে, ইসমাইল বেপারী ও তার স্ত্রীসহ কয়েকজন মিলে অতর্কিতভাবে হামলা চালায়।
রোজিনা আরও জানান, হামলাকারীরা কাঠের মুগুর দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করে, এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেই সুযোগে ঘরে ভাঙচুর চালিয়ে মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার জ্ঞান ফেরে।
এ বিষয়ে রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ইসমাইল বেপারী দাবি করেন, আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
ঘটনাটিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।