
"বৈদেশিক অর্থনৈতিক প্রবৃত্তি বাংলাদেশের উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী প্রাক্তন ছাত্রদল, রায়পুর উপজেলাধীন রায়পুর পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পীরজাদা মোঃ ওয়াসেক হোসেন নন্দন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সানাউল্লাহ ও মোঃ জাকির হোসেন।
নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এ.বি.এম. জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা মোঃ ওয়াসেক হোসেন নন্দন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী প্রাক্তন ছাত্রদল রায়পুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। অনুমোদন দেওয়া হয় স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে।
নবঘোষিত কমিটিতে পর্তুগাল প্রবাসী মোঃ সাইফুল ইসলামকে সভাপতি, সৌদি আরব প্রবাসী মোঃ হামিদুর রহমান বাবলুকে সাধারণ সম্পাদক এবং কুয়েত প্রবাসী মোঃ তানভীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পদে মোট ১৮৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সমন্বয়ক মণ্ডলী
রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদল শাখার সমন্বয়কের দায়িত্বে রয়েছেন—
মোঃ মুকুল পাটোয়ারী, মোঃ জুয়েল পাটোয়ারী, আবু জাফর আজাদ, মোঃ ইব্রাহিম সুমন, আরিফুর রহমান ভূঁইয়া, সালাউদ্দিন হিরন মিয়াজি, ভূঁইয়া মোঃ জুয়েল সিরাজী, এনামুল হক রাসেল, আরিফ হোসেন শিপন, আবদুল মোতালেব পরান, আক্তার হোসেন শিপন ও সায়মন ভূঁইয়া।