
লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় আলেয়া বেগমের খরিদকৃত যাতায়াতের পথ দখল করে দেয়াল নির্মাণ ও জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এহসান উল্যাহর বিরুদ্ধে।
অভিযোগকারী আলেয়া বেগম (৫০), স্বামী শাহাবুদ্দিন। তিনি পশ্চিম লক্ষ্মীপুরের মোশারফ মাস্টার বাড়ির বাসিন্দা। শনিবার (২১ ডিসেম্বর) সাংবাদিকদের কাছে আলেয়া বেগমের ছেলে সোহেল অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।
সোহেল জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার ৬৪ নম্বর লক্ষ্মীপুর মৌজার ৪১ নম্বর তৌজির সাবেক ১৩৪৫ নম্বর (হালে ১৩৪৬ নম্বর) খতিয়ানভুক্ত আরএস খতিয়ান নং ৩১৫-এর ৩৮১১ নম্বর দাগসহ মোট ৬ শতক জমির তারা বৈধ মালিক ও দখলদার। উক্ত জমির সঙ্গে সংযুক্ত চলাচলের সুবিধার্থে তারা এহসান উল্যাহদের নিকট থেকে দেড় ডিং পরিমাণ জমি পথ হিসেবে ক্রয় করেন।
তিনি আরও জানান, কয়েক বছর আগে হঠাৎ করেই ওই যাতায়াতের পথের অংশসহ দেয়াল নির্মাণ করা হয়। তখন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়। সম্প্রতি সেই একই যাতায়াতের পথের ওপর বহুতলা ভবনের নির্মাণকাজ শুরু হলে আবারও চলাচলে বাধা সৃষ্টি হয়।
আলেয়া বেগম অভিযোগ করেন, প্রায় ৫০ বছর ধরে তিনি ও তার পরিবার ওই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করে আসছেন এবং চলাচল নিশ্চিত করার জন্যে প্রায় ১০ বচর আগে পথের জন্যে আহসান উল্যাহ কাছ থেকে দেড় শতক জমি ক্রয় করেন । কিন্তু বর্তমানে আহসান উল্যাহ (৬০) ও মো. ইসমাইল হোসেন (৫৫) তাদের চলাচলে বাধা দিচ্ছেন এবং পথটির বৈধতা অস্বীকার করছেন।
অভিযোগের বিষয়ে আহসান উল্যাহ বলেন, জমিটি আমরা ১০ বছর আগেই বিক্রি করে বুঝিয়ে দিয়েছি। এখন সেখানে যারা স্থাপনা নির্মাণ করছে, তারাই দায়ী। সোহেলরা প্রথম গ্রহিতা, এখন যদি অন্য কেউ তাদের জমি দখল করে, তার দায় আমি কেন নেব?
এ ঘটনায় সোহেল বাদী হয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।