প্যারিস হিলটন

৪১ বয়সে প্রথমবার মা হলেন প্যারিস হিলটন

প্রথমবারের মতো মা হলেন মার্কিন তারকা প্যারিস হিলটন। বুধবার সকালে পুত্র সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

সামাজিক মাধ্যমে পারিস হিলটন ও তার স্বামী কার্টার রিয়াম জানিয়েছেন, পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন তারা। সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন তারা।

বুধবার টুইটারে মা হওয়ার খবর জানিয়েছেন প্যারিস লেখেন, ‘তুমি এর মধ্যেই ভালোবাসায় ডুবে আছ, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ সঙ্গে দিয়েছেন সন্তানের আঙুল ধরে থাকা একটি ছবি।

২০২২ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো প্যারিস হিলটন জানান, তিনি সারোগেসি পদ্ধতিতে মা হতে চলেছেন।

২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিনে কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন প্যারিস হিলটন। এর আগে দীর্ঘদিন প্রেম করেছেন তারা।