মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর মনির আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, সহকারী সেক্রেটারি ফজলুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।