লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পূর্বলাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। যারা সরাসরি খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের উদ্যোগেই মরহুমার রুহের মাগফিরাত কামনায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাঈনুদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি শহিদ উল্লাহ, বিএনপি নেতা মিছির হাজারী, যুবদল নেতা আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, শান্তি ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত মুসল্লিরা মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।