অবৈধ মোবাইল ফোন ব্যবহার রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল ফোন বাজারের বিশৃঙ্খলা দূর করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ কার্যক্রম কার্যকর হওয়ায় নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া অবৈধ মোবাইল ফোনগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে।
এনইআইআর চালু হওয়ার পর অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন দেখা দিয়েছে—তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা আছে এবং বর্তমানে ব্যবহৃত ফোনটি বৈধ কিনা তা কীভাবে জানা যাবে। সুখবর হলো, এখন ঘরে বসেই খুব সহজে এসব তথ্য জানা সম্ভব।
ব্যবহারকারীরা কয়েকটি ধাপে জানতে পারবেন তাদের এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল ফোনের সংখ্যা এবং ফোনের বৈধতা।
এনআইডি দিয়ে কয়টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন আছে জানার পদ্ধতি:
১. প্রথমে https://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. হোম পেজের উপরে ডান পাশে থাকা Registration মেন্যুতে ক্লিক করুন।
৩. রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
মোবাইল ফোন বৈধ কিনা যাচাই করবেন যেভাবে:
এনইআইআর ওয়েবসাইটে প্রবেশের পর বাম পাশে থাকা
Check Your phone’s Verification Status instantly অপশনে ক্লিক করুন।
সেখানে আপনার ব্যবহৃত মোবাইল ফোনের IMEI নম্বর দিয়ে
Check phone’s Verification Status now বাটনে ক্লিক করলে ফোনটি বৈধ কিনা জানা যাবে।
উল্লেখ্য, মোবাইল ফোনের IMEI নম্বর জানতে ডায়াল করুন: *#06#
এনইআইআর কার্যক্রম চালুর ফলে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার বন্ধের পাশাপাশি গ্রাহকদের জন্য মোবাইল ফোন বাজার আরও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।