সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি রায়পুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সহ-সভাপতি সালেহ আহমদ, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ তার ছেলে এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। লক্ষ্মীপুর-২ আসনের সার্বিক উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রায়পুর উপজেলা নির্বাচন অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকাজুড়ে রাজনৈতিক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।