আপনার ব্যবহৃত স্মার্টফোনটি বৈধ কি না—এই বিষয়টি অনেকেই গুরুত্ব দিয়ে ভাবেন না। তবে এবার তা জানা ও নিশ্চিত করা সবার জন্য জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন এক পদক্ষেপের আওতায় আগামী ১ জানুয়ারি থেকে নিবন্ধনবিহীন বা আন-অফিশিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিটিআরসি জানায়, অবৈধভাবে আমদানি করা বা নিবন্ধনবিহীন হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আগে ফোন নিবন্ধন না করলে ব্যবহারকারীরা নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত হতে পারেন।
যেভাবে জানবেন আপনার ফোন বৈধ কি না
ধাপ–১: মোবাইল ফোন থেকে *16161# ডায়াল করুন।
ধাপ–২: অটোমেটিক অপশন এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে পাঠান।
ধাপ–৩: ফিরতি এসএমএসে ফোনের বর্তমান নিবন্ধন অবস্থা জানানো হবে।
ফোন নিবন্ধিত না হলে করণীয়
অনলাইনে রেজিস্ট্রেশন (সবচেয়ে সহজ পদ্ধতি):
ধাপ–১: ফোনের IMEI নম্বর সংগ্রহ করুন।
ধাপ–২: *#06# ডায়াল করে IMEI নম্বর দেখুন।
ধাপ–৩: এনইআইআর (NEIR) পোর্টালে প্রবেশ করুন।
ধাপ–৪: ‘IMEI রেজিস্ট্রেশন’ বা ‘ডিভাইস রেজিস্ট্রেশন’ অপশন নির্বাচন করুন।
এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে—
• IMEI নম্বর
• জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর
• মোবাইল নম্বর
• ডিভাইস কেনার তথ্য (যদি থাকে)
• প্রযোজ্য হলে নির্ধারিত ফি পরিশোধ
সব তথ্য দিয়ে আবেদন সাবমিট করার পর যাচাই সম্পন্ন হলে ফোনটি বৈধ হিসেবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্ক সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।
বিটিআরসি’র পক্ষ থেকে ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের আগেই তাদের মোবাইল ফোনের বৈধতা যাচাই ও নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।