লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে একই দাগের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে কার্যক্রম চালানোর অভিযোগে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের একটি কার্যালয়ে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোলাম হায়দার চৌধুরী বাড়িতে অবস্থিত তাদের পৈত্রিক ৪২ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়, উক্ত জমি নিয়ে ঢাকার হাইকোর্টের বিজ্ঞ আদালত থেকে স্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে সেই আদেশ অমান্য করে প্রতিপক্ষ টিটু ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী নিয়ে জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখল কার্যক্রম চালায়।
তাদের আরও অভিযোগ, জমিতে থাকা প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে, যা তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করারকোনো সুযোগ নেই। আদালতের আদেশ অনুযায়ী আমরা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদান করেছি।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।