• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের নতুন কমিটি গঠন রায়পুরে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রায়পুরে ৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা দুর্ঘটনায় থেমে গেছে জীবনের গতি, বাঁচার আশায় সহায়তা চান মাসুদ আলম এনইআইআর কার্যক্রম চালু: এনআইডি দিয়ে কতটি মোবাইল রেজিস্ট্রেশন ও ফোন বৈধ কিনা জানবেন যেভাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল রায়পুরে পান বরজে রোগের সংক্রমণ, ব্যাপক লোকসানে চাষিরা অবৈধ স্মার্টফোন বন্ধের সিদ্ধান্ত বিটিআরসির, ১ জানুয়ারি থেকে কার্যকর রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সড়কের ধুলায় চরম দুর্ভোগে নাকাল রায়পুরবাসী

medianewsbd / ১২২ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর–হায়দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজে চরম অনিয়ম, ধীরগতি ও অব্যবস্থাপনার কারণে ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে রায়পুরের সাধারণ মানুষ। ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় শিক্ষার্থী, পথচারী, বৃদ্ধ ও শিশুসহ লক্ষাধিক মানুষ প্রতিদিন সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। এতে কার্যত মুখ থুবড়ে পড়েছে এলাকার স্বাভাবিক জনজীবন।

স্থানীয়রা জানান, প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ রায়পুর–হায়দরগঞ্জ সড়কের কাজ চলছে দীর্ঘদিন ধরে। ৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১৮ মাস মেয়াদি এই প্রকল্পের কাজ দুই বছর পেরিয়ে গেলেও এখনো ৬০ শতাংশ কাজ শেষ হয়নি। ফলে বর্ষা মৌসুমে সড়ক কাদায় কর্দমাক্ত হয়ে ওঠে, আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে নাভিশ্বাস উঠছে চলাচলকারীদের।

সড়কটির কাজ অসম্পূর্ণ থাকায় উপজেলার চরাঞ্চলের অন্তত তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। সড়কের দুই পাশের দোকানপাট, বসতঘর ও গাছপালায় ধুলার পুরু আস্তরণ জমে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মোটরসাইকেল আরোহী, পথচারী ও স্কুলগামী শিশুরা। ধুলার কারণে সড়কের পাশের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ধুলাবালির কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি ও নানা ধরনের শ্বাসযন্ত্রজনিত রোগ বাড়ছে। অনেক পরিবার বাধ্য হয়ে পলিথিন দিয়ে ঘরের সামনের অংশ ঢেকে রেখেছেন। তবুও ধুলা ঘরে ঢুকে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ছেন। ধুলায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় এ পর্যন্ত একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানান তারা।

এলাকাবাসীর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রুহুল আমিন ইচ্ছেমতো ধীরগতিতে কাজ করছেন এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। ফলে সড়কে ধুলা নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ঠিকাদার রুহুল আমিন বলেন, ধুলা কমানোর জন্য নিয়মিত পানি ছিটানো হচ্ছে। সামনে দুর্ভোগ কিছুটা কমে যাবে।

এ বিষয়ে দায়িত্বরত সহকারী প্রকৌশলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি জানান, ধুলা নিয়ন্ত্রণে রাখতে ঠিকাদারকে নিয়মিত পানি ছিটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির কাজ শেষ করে স্থায়ী সমাধান না হলে জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category