ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে শহীদ ওসমান চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শিবিরের সেক্রেটারি আরমান হোসেন, পৌর জামায়াতের নেতা সাঈদ রাকিব, জেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোসেন, জেলা শিবির নেতা আব্দুল মোতাল্লেব, রায়পুর পৌর শিবিরের সভাপতি নুর নবী এবং কলেজ শিবির সভাপতি সবুজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবির প্রতি কর্তৃপক্ষ উদাসীন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।